ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেগম রোকেয়ায় দুদকের অভিযান, জাল সনদে চাকরির অভিযোগ

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ১৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:০২, ১৮ জানুয়ারি ২০২৬
বেগম রোকেয়ায় দুদকের অভিযান, জাল সনদে চাকরির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি নেওয়ার অভিযোগে একাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সরেজমিনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক রংপুর অফিসের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অভিযানে অংশ নেয়। এসময় অভিযুক্ত দপ্তরগুলোর কর্মকর্তাদের বিভিন্ন নথিপত্র যাচাই করেন এবং সংশ্লিষ্ট দপ্তর প্রধানের সঙ্গে কথা বলেন তারা।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, প্রাথমিক তদন্তে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত সনদে অসঙ্গতি পাওয়া গেছে। এরই মধ্যে ইরিনা নাহার নামের একজন শারীরিক প্রশিক্ষককে (ফিজিক্যাল ইন্সট্রাক্টর) অভিযোগের প্রেক্ষিতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, অভিযুক্তদের জাল সনদগুলো দাপ্তরিকভাবে সংগ্রহের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষ থেকে সনদগুলো সংগ্রহ ও যাচাই সম্পন্ন হলে কমিশনের মাধ্যমে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

ঢাকা/আমিরুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়