ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ১৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:১৭, ১৮ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সুরাইয়া খাতুন।

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রী সুরাইয়া খাতুনের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রাম সংলগ্ন বিল থেকে লাশ উদ্ধার করা হয়। 

আরো পড়ুন:

নিহত সুরাইয়া খাতুন ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে। সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আকনজি জানান, লাশটি হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি বিকেলে সুরাইয়া নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় শুক্রবার (১৬ জানুয়ারি) তার দাদা আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রবিবার সকালে স্থানীয় কৃষকরা বিলের জমিতে কাজ করতে গিয়ে পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় হাত-পা ও মুখ বাঁধা লাশ দেখতে পেয়ে গ্রামবাসীকে খবর দেয়। স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি সুরাইয়ার বলে শনাক্ত করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
 

ঢাকা/শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়