ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেলার অনুমতি মেলেনি, গেট তালাবদ্ধ রেখে কালী পূজা

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ১৯ জানুয়ারি ২০২৬  
মেলার অনুমতি মেলেনি, গেট তালাবদ্ধ রেখে কালী পূজা

খোকসায় প্রধানগেট তালাবন্ধ রেখে বার্ষিক পূজা শুরু করেছে কর্তৃপক্ষ।

কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বার্ষিক কালীপূজা উপলক্ষে প্রশাসন গ্রামীণমেলা আয়োজনের অনুমতি দেয়নি। তাই মন্দির কর্তৃপক্ষ প্রধানগেট তালাবন্ধ রেখে বার্ষিক পূজা শুরু করেছে।  

খোকসা উপজেলা সদরের খোকসা কালী দেবীর মন্দিরে প্রতিবছর নিয়মিত বার্ষিক পূজা আয়োজন হয়ে আসছে। দীর্ঘ বছর ধরে এ পূজার সঙ্গে মন্দির চত্বরে গ্রামীণমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা ভেবে এ বছর গ্রামীণমেলা আয়োজনের অনুমতি দেয়নি প্রশাসন। 

আরো পড়ুন:

রবিবার (১৮ জানুয়ারি) মধ্যরাত থেকে মন্দির চত্বরের প্রধানগেট তালাবন্ধ রেখে পূজার আনুষ্ঠানিকতা শুরু করে মন্দির কর্তৃপক্ষ। কালীপূজা কমিটির সাধারণ সম্পাদক সাবেক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, ‘‘প্রশাসনের পক্ষ থেকে মেলার অনুমতি দেওয়া হয়নি। মেলার মাঠ ফাঁকা রাখতে বলা হয়েছে। তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুধু কালীর বার্ষিক পূজা করা হচ্ছে। মেলার মাঠে প্রবেশের প্রধানগেট বন্ধ রাখা হয়েছে।’’ 

উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা নারায়ণ চন্দ্র মালাকার বলেন, ‘‘প্রশাসনের পক্ষ থেকে মেলার মাঠে দোকান না বসানোর জন্য আদেশ দেওয়া হয়েছে। এ কারণে প্রধানগেট বন্ধ রেখে শুধু কালীর বার্ষিক পূজা করা হয়েছে।’’ 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, ‘‘মেলার অনুমতি দেয় উর্ধ্বতন কর্তৃপক্ষ। কী কারণে এবার অনুমতি দেয়নি, তা আমি জানি না।’’  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘মন্দির কর্তৃপক্ষ গেট বন্ধ রেখে, না খোলা রেখে পূজা করবে; সেটা তাদের বিষয়। তবে মন্দির ও পূজারীদের যথাযথ নিরাপত্তা দিচ্ছে পুলিশ।’’ 

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়