জামায়াতের পথসভায় হামলা-ভাঙচুরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পথসভায় হামলার সময় চেয়ার ভাঙচুর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখেরআলী-বিশ্বনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সভাস্থলের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, শুক্রবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী কেরামত আলীর সমর্থনে একটি নির্বাচনী পথসভার প্রস্তুতি চলছিল। বিনোদপুর ইউনিয়ন জামায়াতের আমীর রেজাউল করীম অভিযোগ করেন, প্রস্তুতি চলাকালীন আকস্মিকভাবে বিএনপির নেতাকর্মীরা সভাস্থলে হামলা চালায়। সেসময় হামলাকারীরা সভাস্থলে থাকা বেশ কিছু চেয়ার ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তবে এসব অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, “নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।”
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশিক আহমেদ বলেন, “জামায়াতের পথসভাস্থলে একটি ঝামেলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
ঢাকা/শিয়াম/এস