ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ২৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:৪৬, ২৪ জানুয়ারি ২০২৬
আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির

শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন ডা. শফিকুর রহমান।

নির্বাচনী জনসভায় গিয়ে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এসময় আবেগঘন হয়ে আবু সাঈদের বাবাকে জড়িয়ে ধরে কোলাকুলি করাসহ পরিবারটির সদস্যদের খোঁজখবর নেন তিনি। 

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় রংপুর থেকে সড়কপথে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের বাড়িতে যান ডা. শফিকুর রহমান। সেখানে গিয়ে প্রথমে আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। 

পরে আবু সাঈদের বাবার সাথে কথা বলেন এবং আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে ১০ দলীয় ঐক্য জোটের পক্ষ হয়ে দোয়া চান। 

এসময় জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “আগামীর বাংলাদেশ গড়তে তরুণদেরকে আরেকবার জুলাই যোদ্ধার ন্যায় তৈরি হতে হবে। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ১০ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করতে হবে। জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে। এই কাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে তরুণ-যুবককে।”

তিনি আরো বলেন, “শহীদ আবু সাঈদসহ গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, তাদের স্বপ্ন বাস্তবায়নের কাজ কাঁধে নিয়ে করতে হবে। এরইমধ্যে সম্মুখ সারীর অগ্রণী ভূমিকা রাখা যুবকরা কাজ শুরু করে দিয়েছে। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লড়াইয়ের এই কাজ থামবে না, চালিয়ে যেতে হবে।”

শহীদ আবু সাঈদ প্রসঙ্গে আমিরে জামায়াত বলেন, ‘‘যে সন্তান তার বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, আমরা কখনো তাকে ভুলব না। আমরা তাকে আমাদের বুকের বিছানায় সর্বত্র জায়গা দিয়ে রাখব ইনশাআল্লাহ। একই সাথে এই আন্দোলনের সকল শহীদদেরকেও।” 

এসময় রংপুর ৬ আসনের ১০ দলীয় জোটের মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক নুরুল আমিনকে উপস্থিত সকলের সামনে পরিচয় করিয়ে দেন তিনি। দোয়া চান তার বিজয়ের লক্ষ্যেও। 

সেখানে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব রংপুর ৪ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন, রংপুর ৫ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতের রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

গতকাল পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠসহ মোট চারটি নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরে জামায়াত। রাতে অবস্থান করেন রংপুরে। 

শনিবার দ্বিতীয় দিনের নির্বাচনী জনসভার সফরের শুরুতে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তিনি। পরে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় ১০ দলীয় ঐক্য জোটের একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন।

ঢাকা/আমিরুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়