লক্ষ্মীপুর-৩: এক মঞ্চে ছয় প্রার্থী হলেন জনগণের মুখোমুখি
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
একই মঞ্চে লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের ছয়জন প্রার্থী জনগণের মুখোমুখি হয়েছিলেন। এ সময় তারা সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে প্রার্থীদের জনগণের মুখোমুখি কারার এ অনুষ্ঠানে আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের জেলা সভাপতি মো. কামাল হোসেন।
নির্বাচনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভোটারদের করা এক প্রশ্নের জবাবে বলেন, “উন্নয়নে বিশ্বাসী বিএনপি।” তিনি ফ্যামিলি কার্ডসহ শিক্ষার মানোন্নয়ন ও এলাকার ব্যাপক উন্নয়নে ধানের শীষে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বন জানান। সন্ত্রাস ও মাদকমুক্ত লক্ষ্মীপুর গঠনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার অঙ্গীকারও করেন ধানের শীষের এ প্রার্থী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বেকারত্ব দূরীকরণ, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত লক্ষ্মীপুর গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ইব্রাহীম বলেন, “ইসলামী সমাজ প্রতিষ্ঠা ও দুর্নীতি মুক্ত সুস্থ সমাজ গঠনে হাত পাখায় ভোট দেওয়ার বিকল্প নেই।”
অনুষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রদান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান, সংস্কারের স্বপক্ষে গণভোট প্রদান বিষয় বিশেষ গুরুত্ব পায়। এ সময় বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ