ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টাকার অভাবে সিজার হচ্ছে না, দায়িত্ব নিলেন ভাইস চেয়ারম্যান

পিরোজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৬, ২০ জানুয়ারি ২০২২  
টাকার অভাবে সিজার হচ্ছে না, দায়িত্ব নিলেন ভাইস চেয়ারম্যান

পিরোজপুরে টাকার অভাবে সিজার করতে পারছেন না এক প্রসূতি- এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সেটি দৃষ্টিগোচর হয় কাউখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়ার।

বুধবার (১৯ জানুয়ারি) রাতে তিনি ওই প্রসূতির খোঁজ নেন এবং চিকিৎসার সব খরচ তার হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউপি চেয়ারম্যান ও মা ক্লিনিকের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ।

জানা যায়, কাউখালী উপজেলার আইরণ গ্রামের আবাসনে থাকা রিকশাচালক আলমগীরের স্ত্রী রাশিদা। সম্প্রতি কাউখালীর মা ক্লিনিকে ভর্তি হলে জানতে পারেন নরমাল ডেলিভারির কোন সুযোগ নেই। এমন খবরে দরিদ্র পরিবারটি চিন্তিত হয়ে পড়ে। টাকার অভাবে সিজার করতে পারছেন না প্রসূতি- বিষয়টি কারও মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই সেটি মহিলা ভাইস চেয়ারম্যানের নজরে আসে।

ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার বলেন, আমি জনগণের সেবক। তাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। একজন প্রসূতি অর্থের অভাবে কখনো বিপদে থাকতে পারে না। আমার নজরে আসার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করি। মা ও সন্তান উভয়ই এখন ভালো আছেন।

বুধবার রাতেই রাশিদার সিজার সম্পন্ন হয়। রাশিদা একটি কন্যা সন্তানের মা হয়েছেন। 

/এনএইচ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়