কর্ণফুলী নদীতে টানেল নির্মাণে চীনের সঙ্গে চুক্তি সই
শফিক || রাইজিংবিডি.কম
বেজিংয়ে টানেল নির্মাণে চীনের সঙ্গে চুক্তি সই হয়
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার চীনের বেজিংয়ে বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ ও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন নির্মাণ প্রতিষ্ঠান চায়না কমিউনিক্যাশনস্ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিসিসিসি) মধ্যে এই চুক্তি সই হয়।
সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং সিসিসিসি’র চেয়ারম্যান লিউ কিতাও নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এতথ্য জানিয়েছেন।
চীনের পরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ৭০৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিতব্য টানেলের চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং চীনের পরিবহন মন্ত্রী ইয়াং চুয়ানতাগ।
এসময় বেজিং সফররত পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান দীপু মনি এমপি উপস্থিত ছিলেন।
চুক্তি সইয়ের আগে দু’দেশের প্রতিনিধিদলের মাঝে দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় দু’দেশের পরিবহণ মন্ত্রী নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
দ্বি-পাক্ষিক আলোচনায় মন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশের উন্নয়নে বিশেষ করে সড়ক, সেতু, বিদ্যুৎ ও কৃষিসহ বিভিন্নখাতে বিনিয়োগ এবং অর্থায়নের জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান।
মন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল চট্টগ্রাম অঞ্চলের মানুষের স্বপ্নের প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে চট্টগ্রামসহ দেশের অর্থনীতির চালচিত্র।
এসময় বেজিংয়ে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচলক রুহুল আমিন সিদ্দিক, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমদসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৫/শফিক/নওশের
রাইজিংবিডি.কম