ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠক

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ৩ জুন ২০২১   আপডেট: ১৫:৪৭, ৩ জুন ২০২১
সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠক

জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে আজ। বাজেট উপস্থাপনের আগেই মন্ত্রিসভার বিশেষ বৈঠক চলছে। বৃহস্পতিবার (৩ মে) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় মন্ত্রিসভার কক্ষে বৈঠক শুরু হয়। দুপুর ১২টার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনে প্রবেশ করেন। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট নিয়ে আলোচনা হবে। 

‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ শীর্ষক প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভা থেকে অনুমোদন দিলে সংসদে উপস্থাপন করা হবে। বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আরও পড়ুন: প্রস্তুত অর্থমন্ত্রী

আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৬ লাখ কোটি টাকার বাজেট

ঢাকা/আসাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়