ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ত্রিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর উদ্যোগ

economics Desk: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ১৫ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর উদ্যোগ

রাইজিংবিডি২৪.কম:

বেসরকারিভাবে ত্রিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ব্যবসায়ীদের শীর্ষ তিনটি বাণিজ্য সংগঠন। ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত ওই তিনটি সংগঠন তিন দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি, বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তর বাড়ানোর পদক্ষেপ নেবে।

এ লক্ষ্যে শুক্রবার ভারতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) প্রতিনিধিদল এবং পাকিস্তানের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড-ইন্ডাস্ট্রির (এলসিসিআই) মধ্যে একটি চুক্তি হয়েছে। এতে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাড়াতে ক্ষতিকর সব ধরনের অশুল্ক বাধা দূর করার জন্য সরকারের কাছে প্রস্তাব করবে। এর আগে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ  সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির ফেডারেশনের (এফবিসিসিআই) সঙ্গে ভারতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের একটি চুক্তি হয়েছে। অচিরেই একই বিষয়ে পাকিস্তানী ব্যবসায়ীদের সঙ্গে অপর একটি চুক্তি হবে বলে জানা গেছে।

বর্তমানে সিআইআইর ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করছে। প্রতিনিধি দলের নেতা কিরণ ভোহরা এবং এলসিসিআই সভাপতি ফারুক ইফতেখার দ্বিপক্ষীয় বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ব্যাপক ভিত্তিক আলোচনা করেন।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়