ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাদ্যমন্ত্রীকে পদত্যাগের আহবান জামায়াতের

নঈমুদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ৩০ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাদ্যমন্ত্রীকে পদত্যাগের আহবান জামায়াতের

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিল থেকে আমদানি করা গমের দায় দায়িত্ব কাঁধে নিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে পদত্যাগের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

 

মঙ্গলবার দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে এ আহ্বান জানান।

 

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, ‘ব্রাজিল থেকে পোকাযুক্ত পচা গম আমদানি করে এখন ওই গমকে ভাল গম হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছেন খাদ্যমন্ত্রী। পচা গমের আটা সারাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে কাবিখা, টিআর ও ত্রাণের জন্য।’

 

তিনি বলেন, এসব পচা গমের আটা সরবরাহ করা হলে তা খেয়ে দেশের দরিদ্র জনগণ অসুস্থ হয়ে পড়বে। কাজেই অবিলম্বে পোকাযুক্ত পচা গমের আটা সরবরাহ বন্ধ করে তা ফেলে দেওয়া উচিত। একইসঙ্গে পোকাযুক্ত পচা গম আমদানির দায়-দায়িত্ব কাঁধে নিয়ে খাদ্যমন্ত্রী কামরুলকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি।

 

খাদ্যমন্ত্রীসহ গম আমদানির সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৫/নঈমুদ্দিন/নওশের

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়