ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাপানের এনইএফ বৃত্তি পেলেন বাকৃবির ২০ শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ৩০ অক্টোবর ২০২৫  
জাপানের এনইএফ বৃত্তি পেলেন বাকৃবির ২০ শিক্ষার্থী

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

আরো পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে কৃষি অনুষদের আটজন, ভেটেরিনারি অনুষদের চারজন, পশুপালন অনুষদের চারজন এবং মাৎস্য বিজ্ঞান অনুষদের চারজন শিক্ষার্থী রয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ ও ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের প্রত্যেককে প্রায় ৪০ হাজার টাকা করে প্রদান করা হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, “জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) আমাদের বিশ্ববিদ্যালয়ের কৃষি, পশুপালন, ভেটেরিনারি সায়েন্স ও ফিশারিজ অনুষদের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল বা দুই সেমিস্টারের ভিত্তিতে ২০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। আমরা ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, কারণ তারা আমাদের শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দিয়েছে এবং আর্থিক সহায়তা প্রদান করেছে।”

তিনি বলেন, “আমি এই ২০ জন শিক্ষার্থীকে আহ্বান জানাই, তারা যেন ভবিষ্যতে আরো ভালো ফলাফল করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে। একইসঙ্গে তারা যেন এই বৃত্তির গুরুত্ব তুলে ধরে অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করে। যাতে ভবিষ্যতে আরও অনেকেই মেধা ও পরিশ্রমের মাধ্যমে এমন বৃত্তির সুযোগ পেতে পারে।”

নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা, যা ১৯৮৯ সালের নভেম্বরে নাগাও প্রতিষ্ঠা করেন। উন্নয়নশীল দেশগুলোর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে অবদান রাখতে এই সংস্থা কাজ করে আসছে।

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে এনইএফ দীর্ঘদিন ধরে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে আসছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বৃত্তির আওতাভুক্ত।

ঢাকা/লিখন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়