চাকসু: জুলাই যোদ্ধাদের নিয়ে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল ঘোষণা
চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জুলাই যোদ্ধাদের নিয়ে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে অগ্রাধিকার পেয়েছে জুলাই আন্দোলনে আহত ও প্রথম সারিতে থাকা শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মাহফুজুর রহমান চাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন।
চাকসুর এ স্বতন্ত্র প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে আরএম রশীদুল হক দিনার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জান্নাতুল ফেরদৌস নির্বাচন করবেন।
অন্যদের মধ্যে রয়েছেন- খেলাধুলা সম্পাদক পদে মো. তায়েফুল আলম ফরাজী, সাহিত্য সম্পাদক পদে ওয়ালিদূর রহমান রাফিজ, দপ্তর সম্পাদক পদে মো. ইসমাইল, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে সারাহ চৌধুরী, সমাজসেবা সম্পাদক পদে হাসিবুর রহমান রনি, আইন সম্পাদক পদে তানিয়া আক্তার মাহি, মুক্তিযুদ্ধ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মাহাথির, ক্যারিয়ার সম্পাদক পদে মাইনুল ইসলাম, যোগাযোগ সম্পাদক পদে মো. জুবায়ের (লিংকন), গবেষণা সম্পাদক পদে মো. তালিফ মিয়া, বিজ্ঞান সম্পাদক পদে জামাল নাসের, স্বাস্থ্য সম্পাদক পদে সাইফুল ইসলাম (আরহাম), পাঠাগার সম্পাদক পদে সুমাইয়া সুলতানা নির্বাচন করবেন।
এছাড়া সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ইসমাইল হোসেন (ইমন), সহ-সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে পার্থ দিবস চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক পদে মেহেদী হাসান সোহান, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে মারিয়া আলম, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে হাসিবুল হোসাইন সিয়াম নির্বাচন করবেন।
কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন- পিয়াস হোসেন, সাজ্জাদুল ইসলাম, গোলাম রসুল (সাকিব), সফিউল আলম সফি ও সাহাব উদ্দিন (শিহাব)।
ভিপি প্রার্থী মাহফুজুর রহমান বলেন, “আমাদের এই প্যানেলটি গঠিত হয়েছে জুলাই আন্দোলনের সম্মুখ সারির সংগ্রামী শিক্ষার্থীদের নিয়ে। জুলাই আন্দোলনে আমরা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করেছি। আর চাকসু নির্বাচনেও শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের প্যানেলের সদস্যরা দলীয় লেজুড়বৃত্তি থেকে দূরে থেকে কেবল শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার লক্ষ্যেই এই স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন।”
আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিতব্য চাকসু নির্বাচন ঘিরে অবশেষে জমে উঠেছে ক্যাম্পাস। নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র রাজনীতির মাঠ এখন সরগরম।
নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ঢাকা/মিজান/মেহেদী