ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টিউশনিতে গিয়ে শ্লীলতাহানির শিকার জবি ছাত্রী, অভিযুক্ত পলাতক

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:৫১, ২৭ অক্টোবর ২০২৫
টিউশনিতে গিয়ে শ্লীলতাহানির শিকার জবি ছাত্রী, অভিযুক্ত পলাতক

সিসিটিভি ফুটেজে দেখা গেছে অভিযুক্তের চেহারা।

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় টিউশনিতে যাওয়ার পথে শ্লীলতাহানির শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনুজীব বিজ্ঞান বিভাগের এক ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রবিবার (২৬ অক্টোবর) রাতে গেন্ডারিয়া থানাধীন ডিস্টিলারি রোডের ১১৯/ডি/৩ নম্বর বাসার নিচে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি নিয়মিত ওই এলাকার বাসিন্দা মো. নাসির হোসেনের সন্তানকে পড়ান। ঘটনার দিন রাত ৮টার দিকে টিউশনিতে যাওয়ার সময় অজ্ঞাতনামা এক যুবক তাকে অনুসরণ করে।

তিনি বলেন, “বাসার সিঁড়ি দিয়ে ওঠার সময় সে আমার পথরোধ করে মোবাইল নম্বর চায়। আমি দিতে রাজি না হলে নিজেকে ‘সিফাত’ নামে পরিচয় দেয়। এরপর আমি ওপরে উঠতে থাকলে সে পেছন থেকে আমার হাত ধরে এবং প্রতিবাদ করলে আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়।”

তিনি আরো বলেন, “আমি চিৎকার শুরু করলে সে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে। ফুটেজটি আমি পুলিশকে দিয়েছি।”

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল ইসলাম বলেন, “গেন্ডারিয়া থানার ওসির সঙ্গে কথা হয়েছে। পুলিশ ঘটনাটি আমলে নিয়েছে এবং অপরাধীকে শনাক্তে কাজ করছে বলে জানিয়েছে।”

এদিকে, রাতেই টিউশনিতে ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ ও অভিযুক্তকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন জবি শিক্ষার্থীরা।

বিক্ষোভে মিছিলে ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাগছাস এবং ছাত্র অধিকারের পরিষদের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়