ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাকসু নির্বাচন: ‘বয়কট বয়কট’ স্লোগানে ছাত্রদলের বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি ও জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ১১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০১:৫৬, ১২ সেপ্টেম্বর ২০২৫
জাকসু নির্বাচন: ‘বয়কট বয়কট’ স্লোগানে ছাত্রদলের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে জাবি ক্যাম্পাসে এ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ক্যাম্পাসের নতুন কলাভবনের সামনে থেকে শুরু হয়ে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের দিকে যায়।

এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘বয়কট বয়কট, জাকসু বয়কট’, ‘প্রহসনের জাকসু, বয়কট বয়কট’ ইত্যাদি শ্লোগান দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী বলেন, ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা এ মিছিলে অংশ নেন।

এর আগে, সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। তবে তখনো ভোটের সারিতে থাকা শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পান। ভোটগ্রহণ শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো জাবির সিনেট হলে নেওয়া হয়। এরপর ভোটগণনা শুরু হয় রাত সোয়া দশটার দিকে।

এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল ছাড়াও আরো চারটি প্যানেলের প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন।

নির্বাচনের ফল পেতে আগামীকাল শুক্রবার (১২ সেপ্টম্বর) দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশেদুল আলম।

ঢাকা/আহসান/সাব্বির/মেহেদী/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়