Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ০৮ মে ২০২১ ||  বৈশাখ ২৫ ১৪২৮ ||  ২৫ রমজান ১৪৪২

জাপানের ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ পেলেন হাবিপ্রবির শিক্ষক  

সোয়াদুজ্জামান সোয়াদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ৩ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৩০, ৩ এপ্রিল ২০২১
জাপানের ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ পেলেন হাবিপ্রবির শিক্ষক  

প্ল্যান্ট সায়েন্সের অগ্রগতিতে বিশেষ অবদানের জন্য ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক ড. হাসানুর রহমান।   

প্ল্যান্ট ও সেল ফিজিওলজি জার্নালে প্রকাশিত গবেষণাপত্রটির জন্য ‘দি জাপানিজ সোসাইটি অব প্ল্যান্ট ফিজিওলজিস্ট’ তাকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করে। গবেষণাপত্রের মূল বিষয়বস্তু ছিল ‘উদ্ভিদের ভ্রুণ উৎপাদনে প্যারেন্টাল জিনের অবদান’। কোষ লেভেলে প্যারেন্টাল জিনের অবদান নিয়ে প্রথম গবেষণা, যা উদ্ভিদের ডেভেলপমেন্ট, উৎপাদন বৃদ্ধি, রোগ নিরূপণ এবং প্রজননের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করবে।

এদিকে, দি জাপানিজ সোসাইটি অব প্ল্যান্ট ফিজিওলজিস্ট তাদের অফিসিয়াল পেজ থেকে জানায়, এই অ্যাওয়ার্ড পাওয়ার সম্মানি হিসাবে একটি সনদপত্র ও দুই লাখ জাপানিজ ইয়েন প্রদান করবে। জাপানে প্রতিবছর প্ল্যান্ট সেল ও ফিজিওলজির বেস্ট গবেষণাপত্রকে তারা এই সম্মননা প্রদান করে আসছে। 

ড. হাসানুর রহমান বর্তমানে হাবিপ্রবির উদ্যানতত্ত্ব বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তিনি জাপানের টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. তাকাসী ওকামোতোর অধীনে ২০১৯ সালে সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বেস্ট পেপার অ্যাওয়ার্ড মনোনীত হওয়ার পর ড. রহমানের কাছে তাঁর অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি দি জাপানিজ সোসাইটি অব প্ল্যান্ট ফিজিওলজিস্ট ও প্রফেসর ড. ওকামোতোর প্রতি। এই পুরস্কারটি আগামীতে আমার আরও ভালো গবেষণা করতে আনুপ্রাণিত করবে।’ 

তিনি গবেষণার পরিকল্পনার ব্যাপারে বলেন, ‘বর্তমানে নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদন নিয়ে কাজ করছি। এছাড়াও আইভিএফ পদ্ধতিতে জিন শনাক্ত ও কার্যকারিতা বিশ্লেষণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং বন্যা/খরা সহিষ্ণু জাত উদ্ভাবন বিষয়ে গবেষণা করার ইচ্ছা রয়েছে।’   

প্লান্ট সেল ও ফিজিওলজি জার্নালে গবেষণাপত্রটি ২০১৯ সালে প্রকাশিত হয়। যা যাচাই-বাছাই শেষে ২০২১ সালে এসে বেস্ট অ্যাওয়ার্ড হিসেবে মনোনীত হয়। 

উল্লেখ্য, দি জাপানিজ সোসাইটি অব প্ল্যান্ট ফিজিওলজিস্ট জাপানের বৃহত্তর উদ্ভিদ বিজ্ঞানীদের সংগঠন। সংগঠনটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠা লাভ করে।

হাবিপ্রবি/মাহি

সর্বশেষ

পাঠকপ্রিয়