ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেরোবির দায়িত্ব নিলেন ড. হাসিবুর রশীদ

রংপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ১৪ জুন ২০২১   আপডেট: ১২:১২, ১৪ জুন ২০২১
বেরোবির দায়িত্ব নিলেন ড. হাসিবুর রশীদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ।

সোমবার (১৪ জুন) সকাল ১০টায় বেরোবির ক্যাম্পাসে যোগদানের মধ্য দিয়ে নতুন দায়িত্বভার গ্রহণ করেন তিনি।  

সদ্য বিদায়ী ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ’র মেয়াদ শেষে আজ থেকে আগামী ৪ বছর মেয়াদের জন্য ড. হাসিবুর রশীদ বেরোবির পঞ্চম ভিসি হিসেবে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। 

দায়িত্ব গ্রহণকালে নতুন ভিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা চিহ্নিত করে নিয়মতান্ত্রিক উপায়ে তা সমাধান করবো। শিক্ষার্থীদের শিক্ষাদানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখাসহ শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তার সমন্বয়ে শিক্ষাবান্ধব একটি ক্যাম্পাস গড়তে কাজ করবো।’ পাশাপাশি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন নতুন ভিসি।

এর আগে চলতি মাসের ৯ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অধ্যাপক ড. হাসিবুর রশীদকে ৪ বছর মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, অধ্যাপক ড. হাসিবুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের দায়িত্ব পালনসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারও ছিলেন।

আমিরুল/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়