ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

‘নৃ-কথা’য় প্রবন্ধ আহ্বান

আশিকুর রহমান, জাককানইবি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১৭ নভেম্বর ২০২১  
‘নৃ-কথা’য় প্রবন্ধ আহ্বান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার পঞ্চাশতম বর্ষে যাত্রা শুরু করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. আশিকুর রহমানের প্রকাশনা সংস্থা ‘নৃ-কথা’।
    
বাংলাদেশের বিজয়ের পঞ্চাশ বর্ষপূর্তি উপলক্ষে একটা বিশেষ প্রকাশনা প্রকাশের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। প্রকাশনায় ‘বিজয়ের পঞ্চাশ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ বিষয়ক প্রবন্ধ আহবান করা হয়েছে।

বাংলাদেশের যেকোনো বয়সের নাগরিক উল্লিখিত বিষয়ে ১৫০০-২০০০ শব্দের প্রবন্ধ মেইল যোগে পাঠাতে পারবেন। জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২১।

নীতিমালা 

১. প্রবন্ধের ভাষা হবে বাংলা। প্রবন্ধ ১৫০০-২০০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখা বাঞ্ছনীয়। 

২. বানানের ক্ষেত্রে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে প্রবন্ধ লেখতে হবে। তবে উদ্ধৃতির ক্ষেত্রে মূল বানানের কোনো পরিবর্তন করা যাবে না। 

৩. Microsoft Office Word-এ SutonyMJ ফন্টের 14 points-এ প্রবন্ধের বর্ণবিন্যাস হবে। Line Space এবং Para Space হবে যথাক্রমে 1.5 ও Auto 

৪. লেখা পাঠানোর ই-মেইল ঠিকানা- [email protected] । কোনো লেখা হাতে, ডাকে কিংবা কুরিয়ার সার্ভিসে গ্রহণ করা হবে না। 

৫. রচিত প্রবন্ধের মতামত, মন্তব্য, বিশ্লেষণ ও দৃষ্টিকোণ সম্পর্কিত সব দায়িত্ব লেখকের, সম্পাদনা পর্ষদের নয়।

/মাহি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়