ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কুবির বঙ্গবন্ধু হল থেকে ল্যাপটপ-মোবাইল চুরি

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ২৮ মার্চ ২০২৪   আপডেট: ১৯:২৫, ২৮ মার্চ ২০২৪
কুবির বঙ্গবন্ধু হল থেকে ল্যাপটপ-মোবাইল চুরি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮মার্চ) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলের ৪২৫ নম্বর কক্ষ থেকে চুরির ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী হিমেল হাসানের মোবাইল এবং একই বিভাগের শিক্ষার্থী রাশেদ ইবনে নূর নামের আরেক শিক্ষার্থীর ল্যাপটপে চুরির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এ নিয়ে ভুক্তভোগীরা হল কর্তৃপক্ষের কাছে মৌখিক অভিযোগ করেছেন।

ভুক্তভোগী রাশেদ ইবনে নূর বলেন, 'সেহেরি খেয়ে ল্যাপটপটি পড়ার টেবিলের উপর রেখে আমি ঘুমিয়ে পড়ি। পরে রাসেল ভাই (রুমমেট) সকাল ৭টার দিকে রুমের দরজা খুলে বেরিয়ে যান। তখনও আমি ঘুমিয়ে ছিলাম। আনুমানিক ৮টার দিকে চুরির ঘটনাটি ঘটে। পরে ঘুম ভাঙলে দেখি আমার ল্যাপটপ নেই।'

আরেক ভুক্তভোগী হিমেল হাসান বলেন, 'আমি সকালে ঘুমিয়ে ছিলাম। সকাল সাড়ে ৯টার দিকে আমি সময় দেখতে গিয়ে দেখি মোবাইল ফোনটি নেই। তখন খুঁজতে গিয়ে দেখি মানিব্যাগে এক হাজার টাকা ছিল, সেটাও নেই।'

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, 'আমরা সিসিটিভি ফুটেজ যাচাই করে দুইজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছি। নিরাপত্তা শাখার কর্মকর্তাদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞেস করে বোঝা যায় চুরির ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই। সে ক্ষেত্রে বিষয়টি তদন্তের মাধ্যমে নিষ্পত্তির জন্য ভুক্তভোগী শিক্ষার্থীরা থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নিয়েছে।'

/এমদাদুল/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়