ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বশেমুরবিপ্রবিতে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি উদ্বোধন

বশেমুরবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ১ আগস্ট ২০২৪  
বশেমুরবিপ্রবিতে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৪ উপলক্ষে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে কর্মসূচি উদ্ধোধন করেন জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস উদযাপন কমিটির সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন রিসার্চ সেন্টারের পরিচালক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম, ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিকাইল ইসলাম, উপ-রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন প্রমুখ।

কালো ব্যাজ ধারণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে সব শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মাসব্যাপী কর্মসূচিতে রয়েছে, ১৫ আগস্ট সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং দিনব্যাপী বঙ্গবন্ধুর ভাষণ প্রচার; টুঙ্গিপাড়ায় দোয়া মাহফিলে অংশগ্রহণ ও জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন; বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও বিকেলে মন্দিরে বিশেষ প্রার্থনা। 

কর্মসূচির অংশ হিসেবে ১৮ আগস্ট বেলা ১১টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে আলোচনা সভা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ২৯ আগস্ট সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে।

/হৃদয়/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়