ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

বশেমুরবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা হয়নি, স্থবির শিক্ষা কার্যক্রম

বশেমুরবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ১৪ আগস্ট ২০২৪  
বশেমুরবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা হয়নি, স্থবির শিক্ষা কার্যক্রম

কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ৫ জুলাই থেকে স্থবির হয়ে পড়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষা কার্যক্রম। কবে নাগাদ শিক্ষা কার্যক্রম শুরু হতে পারে, সে ব্যাপারে নিশ্চিত কোনো সিদ্ধান্ত দিতে পারছে না বশেমুরবিপ্রবি প্রশাসন।

এদিকে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে বিভাগভিত্তিক বিবৃতি দিয়েছেন শিক্ষার্থীরা।

গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান মুঠোফোনে রাইজিংবিডিকে জানিয়েছিলেন, চলতি সপ্তাহে রিজেন্ট বোর্ডের সভা হবে। সেখানে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। কিভাবে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু করা যায়, সে বিষয়েও আলোচনা করা হবে।

তবে সপ্তাহ শেষ হয়ে আসলেও রিজেন্ট বোর্ডের সভা বসাতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে চূড়ান্ত কোনো সিদ্ধান্তও পারছে না প্রশাসন। 

বুধবার (১৪ আগস্ট) সার্বিক বিষয়ে কথা রেজিস্ট্রার মো. দলিলুর রহমানের সঙ্গে।  আগামী সপ্তাহে রিজেন্ট বোর্ডের সভা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা করছি। যতদ্রুত সম্ভব বোর্ডের সভা করবো এবং সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিব। শিক্ষা কার্যক্রম শুরুর জন্য আগামী সপ্তাহে বিভাগীয় সভাপতিদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনা ফলপ্রসূ হলে বিভাগীয় সভাপতিরা শিক্ষার্থী প্রতিনিধিদের (সিআর) সঙ্গে কথা বলে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেন।

এর আগে, গত ১১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বশেমুরবিপ্রবি সমন্বয়কদের এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে পদত্যাগের দাবি জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ দাবির পক্ষে-বিপক্ষে অবস্থান নিতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

/হৃদয়/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়