ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাবির দেয়াল যেন গ্রাফিতি গ্যালারি

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ১৯ আগস্ট ২০২৪  
রাবির দেয়াল যেন গ্রাফিতি গ্যালারি

বৈষম্যের বিরুদ্ধে সাম্প্রতিক শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পরিবর্তনের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেয়ালের চেহারাও পাল্টে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শহিদ তাজ উদ্দিন আহমেদ সিনেট ভবনসহ ক্যাম্পাসের বিভিন্না দেয়ালে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য ও সম্প্রীতির বার্তা দিয়ে গ্রাফিতি আঁকা হচ্ছে।

গ্রাফিতিতে ‘সকল ছাত্রকে মুক্ত করুন’, ‘উই আর টুগেদার বুলেটপ্রুফ’, ‘ব্লাডি বাংলাদেশ’, ‘লোহার আলমারি কে?’, ‘আমার স্বাধীন দেশে কারো ঘর যেন না জ্বলে’, ‘বিকল্প কে? আপনি, আমি, আমরা’সহ নানা স্লোগান শোভা পাচ্ছে।

শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনের দেয়ালে আঁকা এক বিশাল গ্রাফিতিতে লেখা আছে, ‘তোমার বিচার করবে কে?’। বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনের দেয়ালের গ্রাফিতিতে লেখা হয়েছে ‘অ্যাকটিভ রাকসু’। ড. এম এ ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের সামনে লেখা হয়েছে ‘স্বৈরাচার অপসারণ’।

শুধু রাবির নয়, রাজশাহী শহরের বিভিন্ন ভবনে দেয়ালে নানা গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। রাবি এলাকার শেষ দিকে অবস্থিত রুয়েটের দেয়ালে একটি গ্রাফিতিতে ‘৩৬ জুলাই’সহ কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি ঘটনা চিত্রিত করা হয়েছে।

রাজশাহীর সিএনবি মোড় থেকে দক্ষিণ দিকের গণপূর্ত ভবনের দেয়ালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অসহযোগ আন্দোলনের গ্রাফিতিও আঁকা হয়েছে।

২০২০-২০২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাফিসা তাবাসসুম বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারকে সরিয়ে দেশের প্রতিটি মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। বিশ্ববিদ্যালয়সহ আমার দেশের অধিকাংশ বুদ্ধিজীবী ও শিক্ষক এ সরকারের দাস ছিল। আমরা তাদের পদত্যাগে খুব খুশি। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনে গ্রাফিতি আঁকছি।

২০২১-২২ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের ছাত্র সৈকত খান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সবাই ছিল হাসিনা সরকারের দাস। তারা এ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করেন এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালান। আমি আমার ছবি তুলে ধরছি। তাদের পদত্যাগে আমি মনের আনন্দে গ্রাফিতি আঁকছি।

/ফাহিম/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়