ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ৭ নভেম্বর ২০২৪  
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। ড. আমানুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর আয়োজনে উপজেলার ওয়ার্কশপ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক নজিবর রহমান, প্রভাষক রহমত আলী, প্রভাষক তাপস পাল অসীম, প্রভাষক রনি দাশ, প্রভাষক মোছা. খাদিজা বেগম, প্রভাষক মোছা. শামীমা আক্তার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, কলেজের ক্রীড়া শিক্ষক দ্বীপক চন্দ্র দাশ, গ্রন্থাগার প্রভাষক গাজিউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম আমানুল্লাহ দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছেন। বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে জটিলতা দূরীকরণ, বিগত সময়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে গভর্নিং বডি গঠনসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

বক্তারা আরও বলেন, ‘উপাচার্যের এ সব সময়োপযোগী উদ্যোগের ফলে অধিভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠানগুলো যখন সুফল পেতে শুরু করেছে, ঠিক সেই সময় একটি স্বার্থান্বেষী মহল এ সংস্কার ও সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ব্যর্থ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে।’ এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হত্যার হুমকিদাতাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি করেন বক্তারা।

/মামুন/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়