রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে শিক্ষার্থীর মৃত্যু
রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট খেলা চলাকালে আইন ও ভূমি প্রশাসন বিভাগের এক শিক্ষার্থী মারা গেছেন। হার্ট অ্যাটাকে ওই শিক্ষার্থী মারা যেতে পারে বলে জানিয়েছেন রাবির মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক।
মৃত শিক্ষার্থী মেহেদী হাসান সিয়াম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষ অধ্যয়নরত। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
রবিবার (১ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাহাল উদ্দিন নিশ্চিত করেছেন।
জানা গেছে, ক্রিকেট খেলায় নন স্ট্রাইকে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান সিয়াম। সেখান থেকে দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করেন। পরে রামেকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের কাছে মৃত্যুদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাহাল উদ্দিন বলেন, “মাঠে খেলা চলাকালে সিয়াম হঠাৎ পড়ে যায়। তখনই দ্রুত তাকে প্রথমে রাবি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে রামেকে নেওয়ার পথে সে মারা যায়।”
তিনি বলেন, “প্রাথমিকভাবে স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এশার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।”
সিয়ামের মৃত্যুর বিষয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের অতিরিক্ত প্রধান মেডিকেল অফিসার মো. শামীম হোসেন চৌধুরী বলেন, “কয়েকজন সহপাঠী মিলে তাকে রিকশায় করে নিয়ে আসে। আমি দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যাই। অল্প সময়ে আমি কোনো হৃদ স্পন্দন পায়নি। সেজন্য আমি দ্রুত রামেকে নিয়ে যেতে বলি। প্রাথমিকভাবে কার্ডিয়াক এরেস্ট হয়েছে বলে আমার মনে হচ্ছে।”
রামেক হাসপাতালের মিডিয়া অফিসার ড. শঙ্কর বলেন, “আনুমানিক ৪টার দিকে শিক্ষার্থীরা তাকে জরুরি বিভাগে নিয়ে আসে। তখন কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি বলেন, “প্রাথমিকভাবে আমরা যতটুকু জেনেছি, নিহত শিক্ষার্থী খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারপর অচেতন অবস্থায় সহপাঠীরা তাকে জরুরি বিভাগে নিয়ে আসে। নিয়ে আসার সময়ই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
ঢাকা/ফাহিম/মেহেদী