ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

‘পোষ্য কোটা বাতিল নয়, আরো বৃদ্ধি প্রয়োজন’

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:১০, ৯ জানুয়ারি ২০২৫
‘পোষ্য কোটা বাতিল নয়, আরো বৃদ্ধি প্রয়োজন’

পোষ্য কোটা বহালের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। এ সময় তারা পোষ্য কোটা বাতিল নয়, বরং আরো বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানান তারা।

কর্মকর্তা-কর্মচারী পরিষদের সদস্য খাইরুন নবী বলেন, “পোষ্য কোটা এটা আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার। কোটা বাতিল নয়, আরো বৃদ্ধি করা প্রয়োজন। এ কোটা বাতিল হলে অনেক শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না। ওয়ার্ড কোটা এটা সাধারণ শিক্ষার্থীদের সাংঘর্ষিক নয়।”

কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষের যুগ্মসচিব শহিদুল ইসলাম বলেন, “কোটায় পাশ নম্বর ৩৫ থেকে ৪০ করায় কারণে প্রশাসনকে ধন্যবাদ জানাই। মেধা ও প্রতিযোগিতার মাধ্যমে তারা ভর্তি হয়। কিন্তু ফেসবুকে তাদের নামে বিভিন্ন করুচিপূর্ণ মন্তব্য করছে অনেকে।”

তিনি আরো বলেন, “প্রশাসনকে বেকায়দায় এবং জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য ছাত্রদের একটি অংশ গভীর ষড়যন্ত্র করছে। আজকের মানববন্ধনের নোটিশ আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিক হয়েছে। আমাদের মধ্যেও কেউ কেউ দাবির বিরুদ্ধে ঘাপটি মেরে বসে আছে।”

যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম বলেন, “আন্দোলনের পর একটি স্বস্তিদায়ক পরিবেশে এসে এমন পরিস্থিতির জন্য আমরা বিব্রতবোধ করছি। বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা থাকার পরেও ছাত্র ভাইয়েরা পোষ্য কোটা বা ওয়ার্ড কোটার বিরুদ্ধে অবস্থান নিয়ছেন। হয়তো তারা ভুল তথ্য পেয়েছেন।”

তিনি আরো বলেন, “এ কোটা সাধারণ তালিকার বাইরে, সম্পূর্ণ আলাদা। ফলে, সাধারণ তালিকায় যারা আসে, তাদের কোন ক্ষতি হয় না। তাহলে শিক্ষার্থীরা কেন স্বতন্ত্র এ কোটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে?”

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের শতাধিক সদস্যরা অংশ নিয়েছেন।

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়