জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

অতিথিদের সঙ্গে ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১২ জন শিক্ষার্থীকে প্রায় ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) কোষাধ্যক্ষ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সহায়তা প্রদান করা হয়।
ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী আহত শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাক আহমেদ, প্রাধ্যক্ষ স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুলাহ্-আল-মামুন, সমন্বয়ক আব্দুল কাদের, শহীদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া, শহীদ আবু সাঈদের ভাই মো. আবু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুচিকিৎসার বিষয়টি তত্ত্বাবধানের জন্য একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি আন্দোলনে আহত ছাত্র-ছাত্রীদের নামের তালিকা চেয়ে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটে পত্র প্রেরণ করে। এরই পরিপ্রেক্ষিতে যেসব শিক্ষার্থী কমিটির সঙ্গে যোগাযোগ করে, তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।”
ঢাকা/সৌরভ/মেহেদী