ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোবিপ্রবিতে ভবন নির্মাণে অগ্রণী ব্যাংকের সঙ্গে সমঝোতা

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ৪ মে ২০২৫  
নোবিপ্রবিতে ভবন নির্মাণে অগ্রণী ব্যাংকের সঙ্গে সমঝোতা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অগ্রণী ব্যাংক পিএলসির নিজস্ব ভবন নির্মাণ করা হবে। নোবিপ্রবি ও অগ্রণী ব্যাংকের যৌথ উদ্যোগে এ ভবন নির্মাণের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রবিবার (৪ মে) উপাচার্যের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আরো পড়ুন:

এ সমঝোতা স্মারকে  বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী এবং অগ্রণী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির উপ-মহাব্যবস্থাপক ও নোয়াখালী অঞ্চল প্রধান মো. আনোয়ার হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, অগ্রণী ব্যাংক পিএলসি নোয়াখালী কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জহিরুল ইসলাম পাটোয়ারী, নোবিপ্রবির হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান, অগ্রণী ব্যাংক পিএলসি নোয়াখালীর মাইজদী কোর্ট শাখার এসপিও/ব্যবস্থাপক মো. মনজুরুল করিম, অগ্রণী ব্যাংক পিএলসি নোবিপ্রবি শাখার এসপিও/ব্যবস্থাপক এবিএম নাসিরুল ইসলাম, অগ্রণী ব্যাংক পিএলসি নোবিপ্রবি শাখার সিনিয়র অফিসার মো. গোলাম নবীসহ প্রমুখ।

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়