ইবিতে সেশনজট নিরসনে শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বিভাগীয় সভাপতিদের সঙ্গে মতবিনিময় করেছেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
সেশনজট নিরসনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন, ধর্মতত্ত্ব ও কলা অনুষদের বিভাগীয় সভাপতিদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
শনিবার (২৮ জুন) পৃথকভাবে এ তিন অনুষদের সভাকক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ের বিষয়ে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নেওয়া ‘অ্যাকশান ফর সেশন ক্যাম্প’ এর অংশ হিসেবে আজকের এই মতবিনিময়। আমরা এই ক্যাম্পের অংশ হিসেবে সব অনুষদ ও বিভাগের সঙ্গে মতবিনিময় করবো। যার মূল উদ্দেশ্য, সেশন জট নিরসন করা এবং শিক্ষার্থীদের কোর্সগুলো যথাযথ সময়ে শেষ করে দেওয়া।”
তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলের হওয়ায় কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। এসব সমস্যা কাটিয়ে, শিক্ষার্থীদের যথাযথ সময়ে একাডেমি কার্যক্রম শেষ করে দেওয়াই আমাদের উদ্দেশ্য।”
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীনসহ বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দ।
ঢাকা/তানিম/মেহেদী