ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাঁচতে চান তিতুমীর কলেজ শিক্ষার্থী শ্রাবণী 

তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ৩ জুলাই ২০২৫   আপডেট: ১৮:১৪, ৩ জুলাই ২০২৫
বাঁচতে চান তিতুমীর কলেজ শিক্ষার্থী শ্রাবণী 

ফাইল ফটো

মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত সরকারি তিতুমীর কলেজের মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার শ্রাবণী বাঁচতে চান। তিনি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

চলতি বছরের এপ্রিলে ঘাড়ে একটি টিউমার জাতীয় মাংসপেশীর বৃদ্ধি দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। কিন্তু ক্রমেই সেটা শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে বলে জানানো হয়েছে। বর্তমানে পরীক্ষানিরীক্ষা চলছে।

আরো পড়ুন:

চিকিৎসকেরা জানিয়েছেন, পর্যায়ক্রমে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। তবে চরম আর্থিক সংকটে রয়েছে শ্রাবণীর পরিবার।

শুধু শ্রাবণী নয়, তার পরিবারও বহুদিন ধরে কঠিন বাস্তবতার মুখোমুখি। তার বাবা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার মা সেলাইয়ের কাজ করে সংসার চালান। পাশাপাশি শ্রাবণী টিউশনি করে মায়ের পাশে দাঁড়িয়েছিলেন।

শ্রাবণীর মা শাকিলা পারভীন বলেন, “এই রোগের চিকিৎসায় এখন পর্যন্ত অনেক টাকা খরচ হয়ে গেছে। সামনে আবার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করাতে হবে। কিন্তু টাকার অভাবে কিছুই করতে পারছি না। মেয়েকে বাঁচাতে সবাই পাশে দাঁড়াক, এই আশা করছি। আমরা ইতোমধ্যে শ্রাবণীর বিভাগ ও কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।”

শ্রাবণীর সহপাঠী সানজিদা ইসলাম রোজা বলেন, “আমরা বন্ধু-বান্ধব মিলে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি। বিভিন্ন জায়গা থেকে যতটুকু সম্ভব ফান্ড সংগ্রহ করেছি। কিন্তু চিকিৎসার ব্যয় অনেক বেশি, কারো একার পক্ষে সম্ভব নয়। আমরা চাই, সবার কাছে বিষয়টি পৌঁছাক। সবাই যেন এই মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ায়।”

এ বিষয়ে কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সিরাজুম মুনিরা বলেন, “শ্রাবণীর অসুস্থতার কথা আমরা জেনেছি। ব্যক্তিগত উদ্যোগে, শিক্ষকদের মাধ্যমে এবং বিভিন্ন বিভাগের সহায়তায় অর্থ সংগ্রহের চেষ্টা চলছে। কলেজ অধ্যক্ষকেও বিষয়টি অবহিত করা হয়েছে। আমরা শ্রাবণীর পাশে আছি, যতটা সম্ভব সহযোগিতা করব।”

শ্রাবণীর চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে নিচের নাম্বারে বিকাশ বা নগদের মাধ্যমে অর্থ পাঠানো যাবে।

সাহায্য পাঠানো ঠিকানা: বিকাশ- 01540523381 (শ্রাবনী), নগদ- 01682995523 (শ্রাবনীর মা)।

ঢাকা/হাফছা/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়