ঢাকা     মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩১ ১৪৩২

জবিতে বিপণন শিক্ষার ১৮ বছর উদযাপন

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ৫ জুলাই ২০২৫  
জবিতে বিপণন শিক্ষার ১৮ বছর উদযাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিপণন শিক্ষার ১৮ বছর উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিপণন শিক্ষার ১৮ বছরের পথচলার গৌরবময় মাইলফলক উদযাপিত হয়েছে। জ্ঞানগর্ভ আলোচনা, করপোরেট নেতৃত্বের উপস্থিতি ও সাংস্কৃতিক উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল পুরো ক্যাম্পাস। 

শনিবার (৫ জুলাই) দিনব্যাপী নানা অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, করপোরেট প্রতিনিধিসহ অগণিত অতিথির প্রাণবন্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “অ্যালামনাই নেটওয়ার্ক প্রতিষ্ঠানকে যেমন সমৃদ্ধ করে, তেমনি নতুন গ্র্যাজুয়েটদের জন্য ইন্টার্নশিপ ও ক্যারিয়ার গঠনের পথ তৈরি করে দেয়।”

আরো পড়ুন:

মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বর্তমানে ডেনমার্কের অ্যালবর্গ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বখতিয়ার রানা বলেন, “গবেষণা ছাড়া শিক্ষায় টেকসই পরিবর্তন সম্ভব নয়। আমাদের শিক্ষার্থীদের গবেষণামুখী হতে হবে।” তিনি বিভাগের শুরুর দিকের নানা সংগ্রাম, সংকট ও অর্জনের গল্প শোনান।

বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।

অনুষ্ঠানকে আরো উপস্থিত ছিলেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিইও সৈয়দ আলমগীর, রেকিট বেনকিজার বাংলাদেশের সেলস অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার সাইফ মুহাম্মদ আনোয়ার, প্রিয় শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুর আলম খান এবং ওয়ালটনের টিম লিডার আরিফ। তারা নিজেদের অভিজ্ঞতা ও বাস্তব জীবনভিত্তিক দিকনির্দেশনা তুলে ধরে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’-এ শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

দিনব্যাপী আয়োজনের চূড়ান্ত আকর্ষণ ছিল তাসরিফ খানের ‘কুড়েঘর’ ব্যান্ডের কনসার্ট, যা রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ড দলও এতে অংশ নেয়।

ঢাকা/লিমন/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়