ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইএসইউতে জুলাইকে স্মরণ

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ১৭ জুলাই ২০২৫  
আইএসইউতে জুলাইকে স্মরণ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে আলোচনা সভা

২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত ও অংশগ্রহণকারীদের স্মরণে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ‘জুলাই স্মরণ: চেতনায় ২৪’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন:

আইএসইউ কোষাধ্যক্ষ অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল কাসেম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আইএসইউ শিক্ষার্থীদের প্রতিনিধি ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এম এ মান্নান। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম নাসের ইকবাল।

এ উপলক্ষে এক বার্তায় আইএসইউ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান বলেন, “গণতন্ত্রহীন শাসনব্যবস্থায় শুধু রাজনৈতিক অধিকারই খর্ব হয় না, অর্থনৈতিক বৈষম্যও বাড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের মনে করিয়ে দেয়, স্বৈরাচারী সরকারের অধীনে সমাজে কিভাবে বৈষম্যই বেড়েছিল, আর্থিক খাতে লুটপাট হয়েছিল।”

তিনি বলেন, “স্বৈরাচারী সরকার জনগণের কণ্ঠ রোধ করে, সম্পদের সুষম বণ্টন বাধাগ্রস্ত করে। যেখানে মানুষের কথা বলার অধিকার নেই, সেখানে সুষ্ঠু অর্থনীতি ও ন্যায়ভিত্তিক সমাজও গড়ে ওঠে না। এই আন্দোলন দেখিয়েছে, শিক্ষার্থীদের সচেতনতা ও সাহসিকতা সমাজ পরিবর্তনে কীভাবে ভূমিকা রাখে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসমাইল হোসেন, এম এ মান্নান ও অন্য শিক্ষার্থীরা আন্দোলনের সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অস্ত্রবিহীন যুদ্ধের সাহসিকতা এ আন্দোলনকে উজ্জীবিত রেখে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেভাবে স্বীকৃতি পায়নি।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান চর্চার স্থান। শুধু পেশাজীবী তৈরি না করে সত্যিকারের মানুষ হিসেবে নৈতিকভাবে গড়ে তুলতে হবে। যেখানে ব্যক্তির চেয়ে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে। জুলাইয়ের চেতনাকে আজীবন উদ্বুদ্ধ রাখতে হবে এবং জুলাইয়ের বিভীষিকা যেন আর নেমে না আসে। সরকারকে নিহত ও আহত পরিবারের সদস্যদের আর্থিকভাবে সবসময় পাশে থাকতে হবে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কমকর্তা ও শিক্ষার্থীরা।

ঢাকা/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়