ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই শহীদদের স্মরণে জাবি ছাত্রদলের বৃক্ষরোপণ

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ১৭ জুলাই ২০২৫  
জুলাই শহীদদের স্মরণে জাবি ছাত্রদলের বৃক্ষরোপণ

জাবি শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে ফুলগাছ, ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০০টি গাছ রোপণ করা হয়। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

এতে অংশ নেন গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক, যুগ্ম-আহ্বায়ক ফয়সালসহ ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী।

এ সময় ছাত্রদল আহ্বায়ক বাবর বলেন, “জুলাইয়ের শহীদদের স্মরণে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণের নামে নিয়মিত গাছ কাটা হলেও, সেই অনুপাতে নতুন গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয় না। আমরা চাই, ক্যাম্পাসের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাই আরো সচেতন হোক। ছাত্রদল পরিবেশ রক্ষায় সবসময় তৎপর ছিল এবং থাকবে।”

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়