ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাজিদ হত্যার ঘটনায় মামলা

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ৪ আগস্ট ২০২৫  
সাজিদ হত্যার ঘটনায় মামলা

ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাতে ইবি থানায় সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।

জানা যায়, দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলাটি দায়ের করা হয়েছে।

সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ বলেন, “ময়না তদন্ত ও ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আমার ছেলেকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এ মর্মে আমি ইবি থানায় একটা হত্যা মামলা দায়ের করেছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, “আজ সাজিদের বাবা বাদী হয়ে ইবি থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। মামলার এজাহার আগামীকাল আদালতে যাবে।”

গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে  সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গত ১৮ জুলাই সাজিদের মৃত্যুর ময়নাতদন্ত সম্পন্ন হয়। ৩ আগস্ট সাজিদের মৃত্যুর প্রকাশিত ভিসেরা রিপোর্ট অনুযায়ী সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ঢাকা/তানিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়