ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হত্যা মামলায় জাবির বহিষ্কৃত সেই শিক্ষক জনি গ্রেপ্তার

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ২৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:৩৭, ২৩ আগস্ট ২০২৫
হত্যা মামলায় জাবির বহিষ্কৃত সেই শিক্ষক জনি গ্রেপ্তার

ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বহিষ্কৃত সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) রাত ৩টার দিকে সাভারের পুলিশ টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার থানা পুলিশ।

আরো পড়ুন:

জনি বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষক, সাবেক সহকারী প্রক্টর এবং জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি। সাভার মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার তদন্তে আসামি হিসেবে তার নাম উঠে আসে। গত ২৪ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জনিকে গ্রেপ্তার করে। মামলার এজাহারে তার বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগ রয়েছে এবং প্রমাণিত হলে তিনি প্রধান আসামিদের মধ্যে একজন হবেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, “ছাত্র হত্যা মামলার এজাহারে নাম থাকা সত্ত্বেও এতদিন ওই শিক্ষক আইনের বাইরে ছিলেন। আজ রাতেই তাকে আটক করা হয়েছে। আগামীকাল আদালতে পাঠানো হবে।”

গত বছরের ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে যৌন নিপীড়নের অভিযোগে সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়