ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকসুর নির্বাচিতদের গ্যাজেট প্রকাশ মঙ্গলবার, শপথ বৃহস্পতিবার 

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ১৯ অক্টোবর ২০২৫  
চাকসুর নির্বাচিতদের গ্যাজেট প্রকাশ মঙ্গলবার, শপথ বৃহস্পতিবার 

ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত প্রতিনিধিদের গ্যাজেট প্রকাশ করা হবে আগামী মঙ্গলবার (২১ অক্টোবর)। এছাড়া, তাদের শপথ গ্রহণ আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

রবিবার (১৯ অক্টোবর) রাত ৯টায় এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। 

আরো পড়ুন:

তিনি বলেন, “চাকসুর নির্বাচিতদের গ্যাজেট আগামী মঙ্গলবার প্রকাশিত হবে এবং তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে। হল সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণ পরবর্তীতে স্ব-স্ব হলে অনুষ্ঠিত হবে।”

তিনি আরো বলেন, “গ্যাজেট প্রকাশের পর থেকেই নির্বাচিতদের দায়িত্বের সময় শুরু হবে। এরপর থেকে তারা চাকসুতে বসতে পারবেন। চাকসুতে প্রতিনিধিদের বসার মতো পরিবেশ তৈরি করা হয়েছে। পরবর্তীতে চাকসু ভবনের আরো কাজ করা হবে।”

চাকসুর নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, “চাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার জন্য আমরা সর্বোচ্চটা দিয়ে কাজ করেছি। সবাই বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। এজন্য সবার প্রতি আমরা কৃতজ্ঞ।”

তিনি বলেন, “এখন আমরা চাকসুর নির্বাচিতদের গ্যাজেট নিয়ে কাজ করছি। মঙ্গলবার এ গ্যাজেট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার তাদের শপথ গ্রহণ হবে। এর আগেই নির্বাচিতদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চিঠি পাঠানো হবে।”

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়