ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবারো নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে হাবিপ্রবি

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২৯ অক্টোবর ২০২৫  
এবারো নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে হাবিপ্রবি

ফাইল ফটো

এবারো নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আরো পড়ুন:

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ ও প্রকাশনা শাখার ভারপ্রাপ্ত পরিচালক মো.  খাদেমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয়টি। গতবারের মতো এবারো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও নিজস্ব ব্যবস্থাপনায় নেওয়া হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, জনসংযোগ ও প্রকাশনা শাখার ফেইসবুক পেইজ ও পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে।

গত ৫ মে থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রায় ৭৩ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

ঢাকা/সাকিব/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়