ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিল্প ও শিক্ষার সংযোগ: আইএসইউয়ে আয়োজিত হলো ক্যারিয়ার উন্নয়ন সেশন

প্রেস বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১০ নভেম্বর ২০২৫   আপডেট: ১২:২৭, ১০ নভেম্বর ২০২৫
শিল্প ও শিক্ষার সংযোগ: আইএসইউয়ে আয়োজিত হলো ক্যারিয়ার উন্নয়ন সেশন

টেক্সটাইল ও পোশাক শিল্পে পেশাদারিত্ব বিকাশ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হলো কর্মজীবনের পরামর্শ কর্মসূচি।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান।

এটি ছিল বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তত্ত্বাবধানে, সরকারের অর্থ মন্ত্রণালয় এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে আয়োজিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)। কর্মসূচিটির লক্ষ্য ছিল টেক্সটাইল খাতে শিক্ষার্থীদের জন্য কর্মজীবনের পরিকল্পনা ও চাকরি পাওয়ার সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান।

মূল প্রবন্ধে বর্তমান শিল্প পরিস্থিতি এবং কর্মজীবনের বিকাশ বিষয় তুলে ধরেন পেপকো গ্লোবাল সোর্সিং ফুলি সান চায়না লিমিটেডের সিনিয়র মানবসম্পদ ব্যবস্থাপক (বাংলাদেশ ও ভারত) আসিফ হাসান রেহান। তিনি শিক্ষার্থীদের বিশ্বমানের যোগাযোগ দক্ষতা, প্রযুক্তি বিষয়ে পারদর্শিতা ও ব্যবসায়িক জ্ঞান অর্জনের গুরুত্বের ওপর গুরুত্ব দেন।

বক্তারা শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, “শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয়, দক্ষতা অর্জন ও আত্মবিশ্বাসী হওয়াও সমান গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের কর্মবাজারে নিজেকে প্রস্তুত রাখার জন্য নিয়মিত শেখার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়। এছাড়া, যারা দক্ষ তারা শুধু চাকরির দিকে মনোযোগ দিবে না,  উদ্যোক্তা হওয়ার চিন্তাও করতে হবে। শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং চাকরির বাজারে সংযোগের বিকল্প নেই।” 

আইএসইউ'র ট্রেজারার অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. আবুল কাসেম। পিনাক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসইউ রেজিস্ট্রার মো:. ফাইজুল্লাহ কৌশিক, এসআইসিআইপি-বিজিএমইএ প্রধান সমন্বয়ক মুনির চৌধুরী, সমন্বয়ক মো. আশফাকুর রহমান রাজিবসহ প্রায় ১০০ প্রশিক্ষণার্থী।

এই ক্যারিয়ার সেশন শিক্ষার্থীদের জন্য শিল্প ও শিক্ষার সংযোগ জোরদার করতে, তাদের কর্মজীবনের প্রস্তুতি ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করছেন।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়