ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাবি ছাত্রলীগের সাবেক নেতা আটক

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ১৩ নভেম্বর ২০২৫  
রাবি ছাত্রলীগের সাবেক নেতা আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাবির প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করেছে নগরীর মতিহার থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

আরো পড়ুন:

আটক ছাত্রলীগ নেতা হলেন, সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি মো. সাহাদাত হোসেন। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতা গত ২০ এপ্রিল পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে আলোচনায় আসেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “স্থানীয় বাসিন্দাদের কল পেয়ে আমরা তাকে আটক করেছি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সার্বিক বিষয় আমলে নিয়ে তার বিরুদ্ধে আইনানুগভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়