রাবিতে অস্ত্রের মুখে ২ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেটের ক্যান্টিন থেকে দুই শিক্ষার্থীকে রামদা ঠেকিয়ে তুলে নিয়ে মারধর করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী হলেন, ফাইনান্স বিভাগের ২০২১-২২ সেশনের ফারাবী ও একই বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী বকশী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা কাজলা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন, এমন সময় কয়েকজন দুর্বৃত্ত হামলা করে। এ সময় তারা হেলমেট পরে রামদা ঠেকিয়ে দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়।
পরবর্তীতে মন্ডলের মোড় থেকে ফারাবী ও হবিবুর হলের সামনে থেকে আহত অবস্থায় বকশীকে উদ্ধার করা হয়। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বকশী বলেন, “কমপক্ষে ১০টা মোরটসাইকেল ছিলো, সবার মাথায় হেলমেট ছিল। মোটরসাইকেলে তুলে নেওয়া চেষ্টা করলে আমি নেমে যাই। পরে আমাকে মারতে মারতে রিকশায় তোলে। রিকশায় করে অক্ট্রয় মোড় দিয়ে ভিতরে নিয়ে যায়। সেখানে নিয়ে অন্ধকার এক জায়গায় বসায়। কিছুক্ষণ পর তাদের একটা কল আসে, তারা বলে যে ‘আসলটা’ পেয়ে গেছি ওকে ছেড়ে দে। পরে তারা আমাকে ৩০ মিনিট ঘুরিয়ে ছেড়ে দেয়। তাদের কাউকে আমি চিনি না।”
প্রক্টর মাহবুবুর রহমান বলেন, “আমরা খবর পেয়ে মতিহার থানায় জানায়। আহত শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, “দুজন শিক্ষার্থী আহত হয়েছে। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি কারা হামলা করেছে। তবে জনি নামে একজনের নাম শোনা গেছে। আমরা তাদের শনাক্ত করতে চেষ্টা করছি।”
ঢাকা/ফাহিম/ইভা