ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রিন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ক্যাম্পাস প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ২৪ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:৫১, ২৪ নভেম্বর ২০২৫
গ্রিন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

গ্রিন ইউনিভার্সিটিতে ক্রিকেট টুর্নামেন্ট চলছে।

বর্ণাঢ্য আয়োজনে গ্রিন ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট।’

সোমবার (২৪ নভেম্বর ২০২৫) পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন এই টুর্নামেন্ট উদ্বোধন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, “মানুষকে পূর্ণাঙ্গ মানুষ তৈরির একটি মাধ্যম হলো খেলা। শুধু মানসিক প্রশান্তি কিংবা শারীরিক কসরত নয়, শৃঙ্খলা, সততা এবং মানবিক বিকাশের জন্যও খেলাধুলা জরুরি। সবার সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ।”

গ্রিন ইউনিভার্সিটির ক্রিকেট টুর্নামেন্ট থেকে ভবিষ্যতে ভালো খেলোয়াড় বের হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) (অব.) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, গ্রিন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ড. মো. সাইফুল আজাদ, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. হাসান মারুফ, সফটওয়্যার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. অলিউর রহমান, ক্লেমন স্পোর্টসের ম্যানেজার মো. গাজী আলমগীর, ক্লেমন স্পোর্টসের সিনিয়র এক্সিকিউটিভ মো. এনামুল হক প্রমুখ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াপ্রেম, ঐক্য, দলগত কাজ এবং সুস্থ প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পিত একটি প্রাণবন্ত ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। বিভিন্ন বিভাগের অংশগ্রহণকারীরা অত্যন্ত উৎসাহের সাথে এতে অংশ নিচ্ছেন। এই উদ্যোগটি একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি সহ-পাঠক্রমিক কার্যক্রমের মাধ্যমে সামগ্রিক উন্নয়নকে উৎসাহিত করবে।

আন্তঃবিশ্ববিদ্যালয় এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে ক্লেমন স্পোর্টস ও গ্রিন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেন।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়