ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত

রুয়েট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:৫৯, ২৮ নভেম্বর ২০২৫
রুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ১৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-২০২৫ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে রুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদের অধীনে মোট ১৪টি বিভাগে ১ হাজার ২৩৫টি আসনে (সংরক্ষিত আসনসহ) ভর্তির জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

উক্ত শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং ওএমআর শীটে উত্তর প্রদান করতে হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য সর্বমোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ‘খ’ গ্রুপের ভর্তিচ্ছু প্রার্থীদের অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

লিখিত পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন প্রতিটি বিষয়ে ১২০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে যাচাই-বাছাই করে তিন বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধাক্রম তৈরি করা হবে। সেখান থেকে প্রথম ১৯ হাজার প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা

*বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আবেদনের যোগ্যতা—

(ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।

(খ) প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২২ সালে অথবা ২০২৩ সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৪ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

(গ) প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন—এ তিন বিষয়ে মোট ন্যূনতম জিপিএ ১৪ পেতে হবে।

(ঘ) প্রার্থী জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় পাস করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে পাস করতে হবে। জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়নে পৃথক পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেয়ে পাস হতে হবে। উল্লেখ্য, প্রার্থীকে ২০২৪ সালের নভেম্বর বা তারপরে ‘এ’ লেভেল সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।

এবারই প্রথম ভর্তি পরীক্ষাকেন্দ্র হিসেবে রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কে যুক্ত করা হয়েছে। ফলে ঢাকাসহ নিকটবর্তী এলাকার শিক্ষার্থীরা বুয়েটেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে, আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘খ’ গ্রুপের পরীক্ষা শুধুমাত্র রুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

রুয়েটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হবে ২০২৬ সালের ৬ জানুয়ারি বিকেল ৫টায়। এরপর ১০ জানুয়ারি বিকেল ৫টা থেকে প্রার্থীরা অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। একযোগে ‘ক’ ও ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি; যেখানে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ‘খ’ গ্রুপের জন্য ১২টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন ও দৃষ্টিগত–স্থানিক ধীশক্তি পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ফেব্রুয়ারি।

ঢাকা/মাহাফুজ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়