ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন বিতরণ শুরু রবিবার

বেরোবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ২৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:৪৮, ২৮ নভেম্বর ২০২৫
ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন বিতরণ শুরু রবিবার

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের মনোনয়নপত্র রবিবার (৩০ নভেম্বর) থেকে সংগ্রহ করা যাবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বর রবিবার থেকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। পরদিন সোমবার বিকেল ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন ফরম বিতরণ।

এতে আরো বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম নেওয়া যাবে। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম নির্বাচন কমিশন কার্যালয় থেকে এবং হল সংসদের ফরম সংশ্লিষ্ট হল থেকে সংগ্রহ করতে হবে।

ব্রাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, ২৭ নভেম্বর মনোনয়ন তোলার প্রথম দিন হলেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে না পারায় মনোনয়ন ফরম কেউ তুলতে পারেনি। যা নিয়ে শিক্ষার্থীদের মাঝে নির্বাচন নিয়ে সংশয় দেখা দেয়।

ঢাকা/সাজ্জাদ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়