ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বেরোবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ২৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:৪৩, ২৮ নভেম্বর ২০২৫
ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে  নির্বাচন কমিশন স্বাক্ষরিত এক নোটিশে ভোটার তালিকা প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন, একাডেমিক শাখা, বিভাগসমূহ এবং শিক্ষার্থীদের নিকট হতে প্রাপ্ত সংশোধিত তথ্যের ভিত্তিতে প্রণীত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো।

‎আরো বলা হয়েছে, ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর নির্বাচনী নীতিমালার ২ নম্বর ধারার ২.৪ উপধারা অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকায় কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে নির্বাচন কমিশন তা সংশোধন করবে।

ঢাকা/‎সাজ্জাদ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়