ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৃত্যুর পর ছাত্রদলের কমিটিতে, ‘সম্মান জানাতে এই সিদ্ধান্ত’

বাকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ২৯ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:০০, ২৯ নভেম্বর ২০২৫
মৃত্যুর পর ছাত্রদলের কমিটিতে, ‘সম্মান জানাতে এই সিদ্ধান্ত’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ১৯২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশিত হয়েছে। ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন পশুপালন অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী মো. জাকারিয়া হোসেন সাইদ।

তিনি গত ২২ অক্টোবর নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন। তার প্রতি সম্মান প্রদর্শনে তাকে কমিটিতে রাখা হয়েছে বলে জানিয়েছে ছাত্রদলের আহ্বায়ক।

২০২১ সালের ১৬ জুন বাকৃবি ছাত্রদলের  ২১ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গত ২৭ নভেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. আতিকুর রহমান এবং সদস্য সচিব হিসেবে মো. শফিকুল ইসলাম মনোনীত হয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে এ এম শোয়াইব ও ৬৩ জন যুগ্ম আহ্বায়ক এবং ১২৬ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ছাত্রদলের বাকৃবি শাখার আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘‘জাকারিয়া আমাদের মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করতেন। তার প্রতি সম্মান প্রদর্শন করে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ কমিটিতে স্থান দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে আমাদের দায়বদ্ধতা থাকবে, তার পরিবারের পাশে দাঁড়ানোর। এজন্য সম্মান প্রদর্শন করে তাকে কমিটিতে রাখা হয়েছে।’’

ঢাকা/লিখন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়