ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর, প্রতি আসনে লড়বেন ৩৭ জন

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৩৫, ১ ডিসেম্বর ২০২৫
ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর, প্রতি আসনে লড়বেন ৩৭ জন

ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসের তথ্য অনুযায়ী, এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে মোট আবেদন করেছেন এক লাখ ৭ হাজার ৭০১ শিক্ষার্থী। সে হিসেবে একটি আসনের বিপরীতে লড়বেন ৩৭ জন।

এর আগে, গত বছর এই ইউনিটে আবেদন করেছিলেন ১ লাখ ২৫ হাজার ৪৯৯ শিক্ষার্থী। এর মধ্যে, পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন শিক্ষার্থী।

বিগত বছরের মতো এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৮টি বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। ঢাকা বিভাগে ৭৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এর মধ্যে, ঢাবি ক্যাম্পাসে ৬৬টি এবং ঢাবি ক্যাম্পাসের বাইরে ৯টি কেন্দ্র রয়েছে।

ঢাবি ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হচ্ছে- উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, নীলক্ষেত হাই স্কুল, সরকারি বাংলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ (মতিঝিল), তেজগাঁও কলেজ, ঢাকা কলেজ এবং আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজ।

ঢাকা/সৌরভ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়