ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাবিতে শুরু ৮ দিনব্যাপী বইমেলা

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ১১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৫৯, ১১ ডিসেম্বর ২০২৫
রাবিতে শুরু ৮ দিনব্যাপী বইমেলা

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহিদুল্লাহ কলা ভবন প্রাঙ্গণে বইমেলা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় বইমেলা-২০২৫’। আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত আট দিনব্যাপী চলবে এ মেলা। দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থাগুলো এতে অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহিদুল্লাহ কলা ভবন প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব আনুষ্ঠানিকভাবে এ বইমেলার উদ্বোধন করেন।

এবারের মেলায় ৬১টি স্টলে ৫০টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। সকাল থেকেই বইপ্রেমীদের আনাগোনা শুরু হয়। কেউ মেলা ঘুরে দেখছেন, কেউ বই কিনছেন।

মেলার একটি স্টলে থাকা নীরা ইসলাম বলেন, “আমরা মূলত মামুন লাইব্রেরি থেকে এসেছি। এখানে নতুন-পুরাতন সব ধরনের বই সুলভ মূল্যে পাওয়া যায়। গত বছর বিক্রি ভালো হওয়ায় এবারও স্টল দিয়েছি। ১২টার দিকে মেলা শুরু হয়েছে, তাই এখনো ভিড় পুরোপুরি জমেনি। আমাদের এখানে ইংরেজি, বাংলা, উপন্যাসসহ নানা ধরনের বই পাওয়া যাচ্ছে।”

লেখক গোপাল রায় বলেন, “আমি আশা করি, সাহিত্য অনুরাগীরা অবশ্যই আসবেন এবং বই পড়বেন। সবকিছুর ঊর্ধ্বেই বই পড়া। আশা করি, ভালো পাঠক পাব। শিক্ষার্থীরা বই কিনবে, পড়বে। আমার দুটি বই ‘কার্বাইন কার্তুজ’ এবং ‘অপুস্প যতি চিহ্নের স্মৃতিকা’ এখানে পাওয়া যাচ্ছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, “প্রতিবছর সারাদেশে যে একুশে বইমেলা হয়, এ বছর রমজান ও নির্বাচনের কারণে তা এগিয়ে আনতে হয়েছে। গত বছর প্রথম বার আমরা রাবির উদ্যোগে বইমেলার আয়োজন করেছিলাম। এবার আগের তুলনায় বৃহত্তর পরিসরে মেলা আয়োজিত হয়েছে। শুরুতেই বহু স্টল বসে গেছে। আশা করি এবারের বইমেলা হবে অত্যন্ত জমজমাট।”

তিনি আরো বলেন, “বইমেলার প্রধান উদ্দেশ্য—বই কেনা ও বই পড়াকে উৎসাহিত করা। পাশাপাশি দেশের প্রতিষ্ঠিত ও নবীন লেখক, বিভিন্ন প্রকাশনীকে এক ছাদের নিচে আনা। আশা করি, এই বইমেলা রাবির বাৎসরিক ক্যালেন্ডারের একটি অপরিহার্য অংশ হয়ে উঠবে এবং প্রতি বছর নিয়মিতভাবে হবে।”

ঢাকা/ফাহিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়