বাকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বাকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি গুচ্ছভুক্ত ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের আওতাধীন বিভিন্ন অ্যাকাডেমিক ভবনসহ ক্যাম্পাসসংলগ্ন স্কুল ও কলেজে নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০টি কেন্দ্রে সারাদেশে একযোগে লিখিত পরীক্ষা নেওয়া হয়। বাকৃবি কেন্দ্রে ২২টি অঞ্চলের ২৪১টি কক্ষে ১২ হাজার ৪২৭ জন পরীক্ষার্থীর জন্য আসন ব্যবস্থাপনা করা হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১১ হাজার ১৬১ জন পরীক্ষার্থী। এতে উপস্থিতির হার ছিল ৮৯.৮ শতাংশ।
ভর্তি পরীক্ষা চলাকালে বাকৃবি কেন্দ্রের বিভিন্ন অঞ্চল ও কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহসহ সংশ্লিষ্ট শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “পর্যাপ্ত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে ৮৮ হাজার ২২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। অর্থাৎ গড়ে প্রতি ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে একজন ভর্তির সুযোগ পাবে।”
তিনি আরো বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা নির্বাচিত হবে, যারা ভবিষ্যতে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ঢাকা/লিখন/জান্নাত