রুয়েট ভর্তি পরীক্ষা: নির্বাচিতদের তালিকা প্রকাশ
রুয়েট সংবাদাতা || রাইজিংবিডি.কম
রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এবার মোট ১৮ হাজার ২৭৭ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীদের তালিকা রুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে: https://admission.ruet.ac.bd।
এর আগে গত ২৫ নভেম্বর রুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ জানুয়ারি। মডিউল ‘ক’-এর অধীনে ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি এবং মডিউল ‘খ’-এর অধীনে ইঞ্জিনিয়ারিং, ইউআরপি ও আর্কিটেকচার; এই দুটি ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র শনিবার (১০ জানুয়ারি) থেকে ডাউনলোড করা যাবে।
ঢাকা/মাহিন/জান্নাত