ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফের বাড়ল গুচ্ছের আবেদনের সময়সীমা

ইবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১২ জানুয়ারি ২০২৬  
ফের বাড়ল গুচ্ছের আবেদনের সময়সীমা

জিএসটি গুচ্ছের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় নওগাঁ বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ায় ফের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে, সোমবার (১২ জানুয়ারি) থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে গুচ্ছের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। সে অনুযায়ী, জিএসটি গুচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৯টি থেকে বেড়ে হলো ২০টি। সোমবার (১২ জানুয়ারি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির (২০২৫-২০২৬) সচিব প্রফেসর ড. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা গত ৩০ ডিসেম্বর শেষ হয়েছে। সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছে এবং গত ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি GST (General, Science & Technology) গুচ্ছে অন্তর্ভূক্ত হওয়ার মাধ্যমে বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সংখ্যা ২০টি।

এ অবস্থায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভূক্তির বিষয়টি বিবেচনায় ১২ ডিসেম্বর দুপুর ১২টা হতে ১৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিম্নে উল্লেখিত শর্তে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। বিস্তারিত www.gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রথম পর্যায়ের (৩০ ডিসেম্বর পর্যন্ত) কোন আবেদনকারীর এই পর্যায়ে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোন সুযোগ থাকবে না।

ঢাকা/তানভীর/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়