ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাকসু নির্বাচন: ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়ার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:০৯, ১৬ অক্টোবর ২০২৫
রাকসু নির্বাচন: ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়ার অভিযোগ

ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ভোটগ্রহণ শুরুর পরই এই অভিযোগ করেন তিনি।

আরো পড়ুন:

সকালে জুবেরী ভবনে ভোট গ্রহণ পরিদর্শনে যান ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী আবির। কেন্দ্র থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “কথা ছিল প্রত্যেক প্রার্থীর এজেন্টরা ছবি যুক্ত ভোটার তালিকা দেখতে পারবেন। আজকে আমাদের পোলিং এজেন্টদের ছবিযুক্ত ভোটার তালিকা দেখতে বাধা দেওয়া হচ্ছে। তারা কিন্তু চাইলেই দেখতে পারছেন না। বিষয়টি আমি প্রধান নির্বাচন কমিশনার স্যারকে জানিয়েছি।”

অনিয়ম হলে কিংবা বহিরাগতরা নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করলে সেই সংবাদ গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান আবির। তিনি বলেন, “পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। তারপরও কোনো প্রার্থী বা কোনো পক্ষ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করানোর চেষ্টা করলে আমরা সেটি প্রতিহত করব। শিক্ষার্থীরা এটি মেনে নেবে না।”

পরে এই ভোটকেন্দ্র পরিদর্শনে যান ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

ঢাকা/কেয়া/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়